সাকিব আল হেলাল।।
কুমিল্লার বুড়িচংয়ে রাতের আধারে গরুর খামারে ডাকাতি করতে না পেরে খামার ভাঙ্গচুর করার অভিযোগ করেছে খামার মালিক।
বৃহস্পতিবার(২৮ এপ্রিল) রাতে সাড়ে ৯টায় উপজেলার ৬নং ময়নামতি ইউপি’র শাহদৌলত পুর (ভূইয়া বাড়ি) পূর্ব পাড়ার শাহ আলম ভূইয়ার বড় ছেলে সাদ্দামের গরু খামারে এ ঘটনা ঘটে।
ঘটনার সূত্র থেকে জানা যায়,বৃহস্পতিবার ক্বদরের নামাজ পড়তে সাদ্দামসহ পরিবারের সকল পুরুষ যখন মসজিদে চলে যায় তখন পার্শবর্তী বাড়ির বিল্লাল, আমির,মনির,হোসেনসহ তারা সাত ভাই রাতের অন্ধকারে খামারে গরু ডাকাতি করে নিয়ে যেতে চেষ্টা করে। তাদের ডাকাতির প্রস্তুতি দেখে বাড়িতে থাকা মহিলারা মসজিদে পুরুষদের খবর দেয়।খবর পেয়ে খামারের মালিক সাদ্দামসহ অন্যানোরা এসে বাঁধা দিতে চাইলে খামারে ভাঙ্গচূর করে।
সাথে সাথে সাদ্দাম ৯৯৯ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ আসলে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে খামারের মালিক সাদ্দাম বলেন,যারা আমার খামারে হামলা করেছে তারা আমার প্রতিবেশি। তারা মাদক ব্যবসায়ী।আমার খামারের পাশে মাদক সেবন করে ও মাদক কেনাবেচা করে।খামারে সিসি ক্যামেরা থাকায় তাদের অসুবিদা হচ্ছে। মূলত এই নিয়ে আমার সাথে তাদের বিরোধ। এ জন্য আমার খামারে ডাকাতি ও হামলা করেছে।আমি এ বিষয়ে বুড়িচং থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি”।
এ বিষয়ে অভিযুক্ত বিল্লাল,মনির,হোসেন,আমিরসহ তাদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায় নি।
৬ নং ময়নামতি ইউপি’র শাহদৌলতপুর গ্রামের ইউপি সদস্য জহির খান বলেন,এটা তাদের পারিবারিক ঝামেলা।খামার ভাঙ্গচুরের ঘটনায় পুলিশ এসেছে।আমি ঘটনাস্থলে গিয়েছি।যদি দুই পক্ষ আন্তরিক হয়। ঈদের পরে সমাধানের জন্য বসবো”।
এ বিষয়ে বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বলেন,এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেন নি।অভিযোগ পেলে ব্যবস্থা নিবো “।