প্রদীপ মজুমদার, লালমাই।।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও আক্তার আলী মডেল স্কুলের প্রতিষ্ঠাতা হাফেজ উল্ল্যাহ খোকন তার নিজস্ব তহবিল থেকে আজ ৩০ এপ্রিল শনিবার পূর্ব জোড়কানন ইউনিয়নের ৭২ টি মসজিদের খতিবদের মাঝে বিশেষ উপহার সামগ্রী বিতরন করেন।
এছাড়াও ইউনিয়নের ৭০০ জন দরিদ্র মানুষের মাঝে শাড়ী ও লুঙ্গি সহ বিভিন্ন ঈদবস্ত্র ও গরুর মাংস বিতরন করেন।
উপজেলার নির্বাহি কর্মকর্তা শুভাশিষ ঘোষের সভাপতিত্বে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ -সভাপতি ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সরওয়ার।
এসময় আরও উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদলু হাই বাবলু, সহ স্হানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।