নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার বরুড়ায় সামিয়া আক্তার(৯) নামের এক শিশু পানিতে ডুবে মৃত্যু।
শনিবার(৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়।
সামিয়া আক্তার বরুড়া উপজেলার ১নং আগানগর ইউনিয়ন পরিষদের শরাপতি (হাজিবাড়ি) গ্রামের মোঃফারুক হোসেনের মেয়ে।
সে পার্শবর্তী মহিলা মাদ্রাসাতে পড়াশোনা করতো।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়,শনিবার দুপুরে পুকুরের পাড়ে খেলতে গিয়ে পানি পড়ে ভেসে থাকতে দেখে রাস্তা থেকে মাছ বিক্রেতা দেখতে পেয়ে লোকজন ডাকাডাকি করলে আশে পাশের মানুষ ছুটে এসে সামিয়াকে দ্রুত উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
স্থানীয় ইউপি সদস্য হারুন শিশুটি পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন”।
বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা কামরুল ইসলাম সোহেল,শিশুটি পানিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।