সাকিব আল হেলাল।।
কুমিল্লার বরুড়া উপজেলার ৩নং উত্তর খোশবাস ইউনিয়নের ঐতিহ্যবাহী কেমতলী গ্রামে কেমতলী পশ্চিম পাড়া জাগরন যুবসংঘ নামে একটি সামজিক সংগঠনের যাত্রা শুরু করেছে।
শিক্ষা, একতা,সামাজিকতা” এই স্লোগানকে সামনে রেখে রমজান মাসের শুরুতে ২৮০ পরিবারের মাঝে ২ কেজি তেল,১ কেজি ডাল,১ কেজি চিনি,২ প্যাকেট সেমাই ও ১ কেজি পোলাওর চাল বিতরন করেন।তাছাড়া ঈদ উপহার হিসেবে ২৫ গরিব অসহায়দের পরিবারের মাঝে ১ কেজি করে গরু মাংস বিতরন করেন। সমাজের অসচ্ছল নারী ও পুরষদের মাঝে ১০০ শাড়ি ও ৮০ লুঙ্গি বিতরন করেন।তাছাড়া এই সংগঠনের উদ্যেগে গত ৩০ এপ্রিল ৪০০ লোক নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
কেমতলী পশ্চিমপাড়ার শিক্ষিত, চাকুরিজীবি ও প্রবাসীদের সমন্বয়ে সম্পূর্ন অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয় কেমতলী পশ্চিম পাড়া জাগরন যুবসংঘ।
এই সংগঠনের সংগঠক মহিউদ্দিন মহি বলেন,আমরা এই সমাজের মানুষ।এখানেই আমাদের জন্ম। সমাজকে আমাদের দেওয়া অনেক কিছু আছে। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের মানুষের পাশে দাঁড়াতে চাই। যার মাধ্যম হচ্ছে কেমতলী জাগরন যুবসংঘ। কেমতলীর অন্য কোন সংগঠনের সাথে আমাদের কোন সম্পৃক্ততা নাই।আমরা একটি আলোকিত সমাজ গড়তে চাই।
এই সংগঠনের সাথে ঐক্যতা প্রকাশ করে সংগঠনের সদস্যরা হলেন,রেহান উদ্দিন,হাবিবুর রহমান,মহিউদ্দিন মহি,শফিকুল ইসলাম মানিক,সোহেল আহম্মদ,ডা.নুরুন নবী,মোঃ কাউয়ুম হোসেন,আমজাদ হোসেন,মোঃ রাসেল, আবু সাঈদ নোমান,মোঃ জাহিদ,শরিফ, মোঃ তোফায়েল,মোঃ শাখাওয়াত,মোঃ তানভীর,মোঃ মহসিন,মোঃ সাইমুন,মোঃ আবু বকর,মোঃ আজিম,মোঃ মুছা, মোঃ সুমন,মোঃ হাবিব,মোঃ বিল্লাল প্রমূখ।