প্রদীপ মজুমদার।।
কুমিল্লার লালমাই উপজেলায় কাজুবাদাম ও কফি চাষে উদ্বুদ্ধ করতে ৬০ কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গতকাল সোমবার উপজেলা কৃষি অফিসের হল রুমে দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
প্রশিক্ষণ দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মো: মিজানুর রহমান , উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ কবীর খাঁন, সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলাম মজুমদার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবদুল মান্নান মোল্লা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ।
উপ – পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, কাজুবাদাম ও কফি চাষ এখানকার কৃষকদের কাছে নতুন ফলন। তিনি কপি ও কাজুবাদাম চাষ করে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দেন। বিশেষ করে পরিত্যক্ত জায়গায় এ ফলনের চাষ করা সহজ বলে জানান। তারই ধারাবাহিকতায় কাজুবাদাম এবং কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ কবীর খাঁন বলেন লালমাই উপজেলায আটটি কপি বাগান ও ২টি কাজুবাদাম বাগান আছে। উপস্থিত কৃষকদের বাড়ির আঙ্গিনায় কপি চাষ ও পুকুর পাড়ের পরিত্যক্ত জায়গায় কাজুবাদাম চাষের পরামর্শ দেন। পাশাপাশি কীটনাশক ব্যবহার না করে জৈব সার ব্যবহারের কথা বলেন।