সকালের কুমিল্লা ডেস্ক।।
কুমিল্লার চৌদ্দগ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করছে এলাকাবাসী।
বুধবার ( ১১ মে) দুপুর ২ টায় উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল উচ্চ বিদ্যালয়ের সামনে ইসরাফিল হত্যার প্রতিবাদে ও হত্যার মূল আসামী একই এলাকার মুকতল হোসেনর ছেলে সজিবকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ইসরাফিল মজুমদারের বড় ভাই ইসমাইল মজুমদার, সালমান মজুমদার ভাই আরমান মজুমদার, স্ত্রী উসমাউল হুসনা রিয়া এবং নিহতের শিশু সন্তান ইশান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, রাসেল পাটোয়ারী, যুবলীগ নেতা টিটু, মো.নুরুল আলম,তারাশাইল বাজার কমিটির সাধারণ সম্পাদক দুলাল ফরায়েজিসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
এ সময় নিহতের স্ত্রী রিয়া বলেন, তার বাবা বোনেরা মিলে আমার সামনে আমার স্বামীকে কুপিয়ে হত্যা করছে।আমার স্বামীকে যারা হত্যা করছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।আমরা জেলা প্রশাসক ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন আমার স্বামীর খুনিদের যেন ফাঁসি দেওয়া হয়।
উল্লেখ্য,গত ৮ এপ্রিল পূর্ব পরিকল্পিতভাবে প্রকাশ্য মোঃ ইসরাফিল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয় এবং একই সাথে তার পরিবারের আরাে ৫ সদস্যকে ধারালাে অস্ত্র দিয়ে গুরুতর আহত করা হয়। এই হত্যাকান্ড ও বর্বরতার সাথে জড়িত যুক্তল হােসেন, তার ছেলে সজিব, তার স্ত্রী রাহিয়া ও তার তিন মেয়ে।এ ঘটনা নিহত মা বাদী রীনা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন, পুলিশ এ মামলায় ৫ জনকে গ্রেফতার করেন।
এছাড়াও খুনিদের ফাঁসির দাবিতে মানব বন্ধন করেন অত্র উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।