সাকিব আল হেলাল।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে চাকা ফেটে মাইক্রোবাস উল্টে জাহাঙ্গীর হোসেন নামে এক চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন।
শুক্রবার(১৩ মে) ভোর ৬টায় ঢাকা চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম ধনুসারা এলাকায়
এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর হোসেনের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়।
স্থানীয় সূত্রে জানা যায়,ঢাকামুখী মাইক্রোবাসটির চলন্ত অবস্থায় চাকা ফেটে গিয়ে উল্টে পড়ে যায়।এতে ঘটনাস্থলেই চালক নিহত হন।
মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ (পরিদর্শক) মঞ্জুরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন,মরদেহ পুলিশ ফাঁড়িতে আছে। আইনি বিষয়টি প্রক্রিয়াধীন”।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।