ঢাকাশুক্রবার , ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের ঢাকা
  4. আজকের রাশিফল
  5. আদর্শ সদর
  6. আমাদের পরিবার
  7. আর্ন্তজাতিক
  8. ইসলামী জীবন
  9. উদ্ভাবন
  10. করোনা
  11. কুমিল্লা
  12. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  13. কুমিল্লা সিটি কর্পোরেশন
  14. খুলনা
  15. খেলাধুলা
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ হলেন বরুড়ার শাহ মোহাম্মদ মহিউদ্দিন

Edited by_Sakib al Helal
মে ২৮, ২০২২ ১২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

সুজন মজুমদার।।

কুমিল্লা জেলার মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ শাহ মোহাম্মদ মহিউদ্দিন নির্বাচিত হয়েছেন। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার ধামতী ইসলামিয়া কামিল মাদ্রাসা’র অধ্যক্ষ।

মঙ্গলবার (২৪শে মে) জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইউনুছ ফারুকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

অধ্যক্ষ শাহ্‌ মোহাম্মদ মহিউদ্দিন ১৯৬৭ সালে কুমিল্লা জেলার বরুড়ার অশ্বদিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। মোঃ আব্দুল খালেক ও রাবিয়া খানম দাম্পত্য জীবনের দ্বিতীয় সন্তান শাহ্‌ মোহাম্মদ মহিউদ্দিন।

১৯৮০ সালে শশইয়া ফাযিল মাদরাসায় থেকে দাখিল, ১৯৮২ সালে আলিম ও ১৯৮৫ সালে ফাযিল পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করে সরকারী বৃত্তিলাভ করেন। দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসা হতে ১৯৮৬ সালে কামিল (হাদিস) প্রথম শ্রেনী (৮ম মেধাস্থান) অর্জন করেন। ১৯৮৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ হতে ডিগ্রি (বি.এ, প্রাইভেট) এবং ১৯৯৩ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা কলেজ হতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় নিয়ে এম.এ. (প্রাইভেট) পরীক্ষায় ও কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

তিনি ১৯৮৬ সালে বরুড়া নিশ্চিন্তপুর ডি.এস.ইসলামিয়া কামিল মাদরাসায় মুহাদ্দিস পদে যোগদানের মধ্যে দিয়ে কর্মজীবন শুরু করেন। তারপর বিভিন্ন সময়ে সততার সাথে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ( কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস, লাকসাম দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ হিসাবে) কর্মরত ছিলেন। ২০১১ সাল থেকে অধ্যবধি কুমিল্লা জেলা দেবিদ্বার ধামতী ইসলামিয়া কামিল মাদরাসায় অধ্যক্ষ হিসাবে কর্মরত আছেন।

অধ্যক্ষ শাহ্‌ মোহাম্মদ মহিউদ্দিন হাদিয়াতুল মুয়াল্লেমিন, তিন ভাষায় ব্যাকরণ শনাঃ হাদিয়াতুল মুয়াল্লেমিন, তিন ভাষায় ব্যাকরণ, মাদরাসায় সহশিক্ষা, সংকলিত নাহু, সংকলিত ছরফ বই প্রকাশনা করেন। তিনি ২০০৫ সালে পবিত্র হজ্ব পালন করেন। পরিবারে ৩ছেলে, ২মেয়ে ও স্ত্রী নিয়ে বসবাস করছেন অধ্যক্ষ শাহ্‌ মোহাম্মদ মহিউদ্দিন।

উল্লেখ্য, ২০০১ সালে কুমিল্লা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক এবং ২০১৩, ২০১৭, ২০১৮ সালে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ (মাদ্রাসা) নির্বাচিত হয়েছিলেন। এই বছর জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ নিয়ে তিনি জেলা পর্যায়ে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।