শাহআলম,বরুড়া।।
কুমিল্লার বরুড়ায় তিনদিন ব্যাপী ভার্চুয়াল পদ্ধিতিতে পাঠদানের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
তিনদিন ব্যাপী এই কর্মশালার সোমবার ছিল সমাপনী দিন।
শনিবার সকাল থেকে বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলার ২২ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অংশগ্রহন করেছিলেন।
এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আইটি প্রশিক্ষক সালেহ আহমেদ।
এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণকালে বরুড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম অনুষ্ঠানটিকে প্রাণবন্ত, সচল রাখার জন্য প্রশিক্ষণের ফাঁকে ফাঁকে বিভিন্ন কৌতুক ও গানে মাতিয়ে রেখেছেন। এতে করে প্রশিক্ষণে একনিষ্ঠতা, উদ্দীপনা আরো হাজার গুণ বেড়ে গেছে। অত্যন্ত চৌকস ও কাজের প্রতি মনোযোগী হওয়ায় বরুড়ার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম কুমিল্লা জেলার সেরা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছিলেন।