ঢাকারবিবার , ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের ঢাকা
  4. আজকের রাশিফল
  5. আদর্শ সদর
  6. আমাদের পরিবার
  7. আর্ন্তজাতিক
  8. ইসলামী জীবন
  9. উদ্ভাবন
  10. করোনা
  11. কুমিল্লা
  12. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  13. কুমিল্লা সিটি কর্পোরেশন
  14. খুলনা
  15. খেলাধুলা
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচংয়ে নবগঠিত ছাত্রলীগের উদ্যোগে ঐতিহাসিক ৬ দফা দিবস উদযাপন

Edited by_Sakib al Helal
জুন ৭, ২০২২ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

মারুফ হোসেন, বুড়িচং।।

কুমিল্লার বুড়িচং উপজেলার ছাত্রলীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ হাছান আহমেদ সুমন এর উদ্যোগে ঐতিহাসিক ৬ দফা দিবস উদযাপন করা হয়ে। এবং বুড়িচং উপজেলা পরিষদ প্রাঙ্গন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন বলেন ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষ্যে কুমিল্লা -০৫ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ বুড়িচং উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড.আবুল হাসেম খান এমপি,বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার এর পরামর্শে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর নির্দেশনায় ৭ জুন মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগ বুড়িচং উপজেলা শাখার পক্ষ থেকে হাজী বিল্লাল হোসেন চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মোঃ বাছির খাঁন এর নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

৬ দফা বাংলা স্বাধিকার আন্দোলনের সাথে সশস্ত্র মুক্তি সংগ্রামের দৃঢ় সেতুবন্ধ। ১৯৬৬ সালের ৫ ও ৬ ফ্রেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্বশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ” ৬ -দফা দাবি”পেশ করেন। ছয় দফা সম্পর্কে বঙ্গবন্ধু বলতেন-সাঁকো দিলাম, স্বাধিকার থেকে স্বাধীনতার উন্নীত হওয়ার জন্য।
এই দিন বাঙালির মুক্তির সনদ ৬ দফা আদায়ের লক্ষ্যে আওয়ামী লীগের ডাকে হরতাল চলাকালে নিরস্ত্র জনতার ওপর পুলিশ ও তৎকালীন ইপিআর গুলিবর্ষণ করে। এতে ঢাকা ও নারায়ণগঞ্জে মনু মিয়া,সফিক ও শামসুল হক সহ ১১ জন শহীদ হন।শহীদের রক্তে ৬ আন্দোলন স্ফুলিঙ্গের মতো দ্রুত ছড়িয়ে পরে। সর্বত্র রাজপথে নেমে আসে বাংলার মুক্তিকামী জনগণ।
বঙ্গবন্ধুর দেওয়া ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের মধ্যে ও ৬ দফার প্রতিটি দফার পর্যালোচনা ছিল।পরবর্তীতে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ও মুজিবনগর সরকারের নেতৃত্বে যুদ্ধ পরিচালনা এবং দেশের অভ্যন্তরে সকল সরকারি প্রতিষ্ঠান পরিচালিত হয় ৬ দফার ভিত্তিতে।স্বাধীন – স্বার্বভৌম বাংলাদেশ সৃষ্টিতে ৬- দফার ভূমিকা অপরিসীম। তাই বাংলাদেশ ছাত্রলীগ ৭ জুন ঐতিহাসিক ৬ দফা দিবসকে যথাযথ মর্যাদার সাথে পালন করে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।