আমিনুল ইসলাম ভুঁইয়া।।
কুমিল্লার বরুড়ায় দীর্ঘদিন যাবৎ সহকারী কমিশনা(ভূমি) হিসেবে থাকার পর পদন্নোতি জনিত কারনে বদলি হতে হচ্ছে,
বরুড়ায় গত ১৮ এপ্রিল ২০২১ সালে সহকারী কমিশনার( ভূমি) হিসেবে নিযুক্ত হন।বরুড়ায় যোগদানের পর করোনা সহ বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করেন, তিনি দিন-রাত পরিশ্রম করে বরুড়ার মানুষকে সেবা দেয়ার চেষ্টা করেছেন।
তিনি সহকারী কমিশনার (ভূমি) থাকার পাশাপাশি ৩ মাস ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বরুড়ায় ১৫ মাস সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।
এই বিষয়ে বরুড়া বরুড়া উপজেলা ভূমি অফিস থেকে একজন সেবা গ্রহীতা বরুড়া টিভির প্রতিবেদককে জানান আমার ভূমি নিয়ে সমস্যা ছিল,যা দীর্ঘ ৬ মাসে সমাধান করতে পারিনি,
কিন্তু যখন এই স্যারকে জানালাম ওনি সহজে আমার সমস্যাটা সমাধান করে দিয়েছেন।
তিনার মত কর্মকর্তা বরুড়ায় আর দেখেনি।
বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
মীর রাশেদুজ্জামান রাশেদ এর সততা নিষ্ঠার সাথে কাজ করে বরুড়ার মানুষ ভোগান্তি ছাড়া বিভিন্ন সেবা গ্রহন করেছেন।
তিনার দায়িত্ব পালনকালীন সময়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জন্ম নিবন্ধন সংশোধন থেকে শুরু করে সকল কাজে সহজে করে দিয়েছেন।
তিনি যোগদানের পর বরুড়া উপজেলা ভূমি অফিসে ভোগান্তি ছাড়াই সেবা নিয়েছেন বরুড়ার মানুষ।
তিনি বরুড়া উপজেলাবাসীকে সেবা দিতে সর্বাত্মক চেষ্টা করেছেন,দিন-রাত পরিশ্রম করে সেবা দিয়ে গেছেন,ওনি বরুড়া বাজার যানযট নিরসনে ছিল ফুটপাত দখল মুক্ত অভিযান,
কিন্তু এই অভিযান বেশিদিন চালাতে পারে নি,
বরুড়া পৌর শহরে ফুটপাত প্রতিনিয়ত দখল করে দোকান দিয়ে চলছে অসাধু ব্যবসায়ীরা, এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারন মানুষ।
তিনি সকল অনুষ্ঠানে অংশগ্রহন করত।
তিনি চলে গেলে বরুড়ার মানুষ একজন দক্ষ সৎ অফিসারকে হারাবে।
তিনি সহকারী সচিব পদে পদন্নোতি হওয়ার সকলের কুমিল্লার পক্ষ থেকে দোয়া ও শুভকামনা রইলো।
“আমরা হারাবো একজন দায়িত্ববান অফিসার’
” আমরা হারাবো একজন সৎ নিষ্ঠাবান অফিসার”