সাকিব আল হেলাল।।
কুমিল্লার বরুড়ায় রোজা(৬) ও রমজান হোসেন(৪) নামে দুই শিশুর ফিশারীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(২ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৬ টায় বাড়ির পাশেে সাইফুদ্দিন ভূইয়ার মাছের ফিশারীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়।
দুই শিশু বরুড়া উপজেলার ৩নং উত্তর খোশবাস ইউনিয়ের ইলাশপুর( চৌদ্দী মা বাড়ি) গ্রামের ইকবাল হোসেনের ছেলে রমজান হোসেন ও বুড়িচং উপজেলার ৭ নং মোকাম ইউনিয়নের কাবিলা গ্রামের প্রবাসী শাহআলমের মেয়ে রোজা।শরাফত আলীর মেয়ে শিউলী বেগমের কন্যা শিশু রোজা ও শরাফত আলী ছেলে ইকবাল হোসেনের শিশুপুত্র রমজান।
রোজা ও রমজান আপন মামাতো ফুফাতো ভাই-বোন।
স্থানীয় সূত্রে জানা যায়,শরাফত আলীর ছেলে ইকবাল হোসেন ইলাশপুর গ্রাম ছেড়ে আরিফপুর গ্রামে নতুন বাড়ি করেছে নতুন বাড়িতে উঠার জন্য আত্মীয়-স্বজনদের দাওয়াত দিয়েছিল।বুধবার মিলাদ পড়িয়ে নতুন বাড়িতে উঠবেন।সে জন্য ছোট বোন শিউলিও এসেছিলেন বাচ্চা রোজাকে নিয়ে।রোজা মামাতো ভাই রমজানকে সাথে নিয়ে বাড়ির পাশের সাইফুদ্দিন ভূইয়ার মাছের ফিশারী গোসল করতে নেমে রোজা ও রমজান নিখোঁজ হয়ে যায়।পরে রোজার লাঁশ ভেসে উঠলে স্থানীয়রা লাঁশ উদ্ধার করে।তবে রমজানের দেহ পাওয়া যাচ্ছিল না। জেলে এনে জেলের জাল দিয়ে খোঁজে না পাওয়ায় বরুড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়।পরে ফায়ার সার্ভিস ও জেলেদের সহযোগীতায় রাত পৌনে ১১টায় রমজানের লাঁশ উদ্ধার হয়।
সাবেক ইউপি মেম্বার আনোয়ার হোসেন বলেন,নতুন বাড়ির পাঁশে ফিশারীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান সরদার দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।