বরুড়া প্রতিনিধি।।
কুমিল্লার বরুড়ায় যুব উন্নয়ন অধিদপ্তর বরুড়ার আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।
বরুড়া উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ বোরহান উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা আফরিন মুস্তাফা । বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার( ভূমি) মেহেদী হাসান। উপস্থাপনা করেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মকর্তা, কর্মচারী , সাংবাদিক, সুধীজন,ও যুবকরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।