সাকিব আল হেলাল।।
কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে আবুল কাশেম(৫৮) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
শুক্রবার(১৯ আগষ্ট) সকালে জেলার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বসন্তপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত আবুল কাশেম সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
পুলিশ এবং স্থানীয়রা জানান, আ’লীগ নেতা আবুল কাশেমের বাড়িসংলগ্ন একটি গ্যারেজে বেশ কিছু অটোরিকশা চার্জ দেওয়া হয়। দিনভর নগরীতে এসব অটোরিকশা চলাচলের পর রাতে ওই আওয়ামী লীগ নেতার গ্যারেজে চার্জ দেওয়া হতো। প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালে তিনি গ্যারেজ পরিদর্শনে যান। সেখানে চার্জে থাকা একটি অটোরিকশায় বিদ্যুৎস্পর্শ হয়ে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর যথাযথ কারণ আমরা খতিয়ে দেখব”।