ঢাকারবিবার , ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের ঢাকা
  4. আজকের রাশিফল
  5. আদর্শ সদর
  6. আমাদের পরিবার
  7. আর্ন্তজাতিক
  8. ইসলামী জীবন
  9. উদ্ভাবন
  10. করোনা
  11. কুমিল্লা
  12. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  13. কুমিল্লা সিটি কর্পোরেশন
  14. খুলনা
  15. খেলাধুলা
আজকের সর্বশেষ সবখবর

জোরপূর্বক দোকান দখল করার অভিযোগে সংবাদ সম্মেলন

Edited by_Sakib al Helal
আগস্ট ৩০, ২০২২ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার বরুড়ায় ১৫০-২০০ জন সন্ত্রসীবাহিনী আগ্নেয়াস্ত্র ও দেশী অস্ত্র নিয়ে অতর্কিত হামলা ও ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলার ভাইউকসার ইউনিয়নের কয়েকজন বাসিন্দা। সোমবার (২৯ আগস্ট) ভাউকসার বাজারে এই সংবাদ সম্মেলন করেন ভাউকসার এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে আবুল কাসেম ও আবুল কালাম, রফিকুল ইসলাম, শাহ আলম, রবিউল আলমসহ স্থানীয়রা।

এসময় আবুল কালাম বলেন, গত ২২ শে আগস্ট গালিমপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউলের নেতৃত্বে আবু তাহের ও আব্দুর রশিদ, সোহাগ, বাবর মিয়া, বকুল খান, হিরন মিয়াসহ ১৫০-২০০ জনের সন্ত্রসীবাহিনী আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা ও ভাংচুর করে। সংবাদ সম্মেলনে তারা বলেন, আমাদের পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত মালিকানাধীন ও দখলীয় ভাউকসার পশ্চিম বাজারস্থিত মেইন রোড সংলগ্ন ভাউকসার পয়ালগাছা রোডের দক্ষিণ পাশে সিদ্দিক মার্কেটের সত্যাধিকারী। কিন্তু আবু তাহের ও আব্দুর রশিদ ভূয়া দলিল করে মালিকানা দাবী করছে। তারা বিভিন্ন দুর্নীতির আশ্রয় নিয়ে তাদের নামে বিএস রেকর্ড করিয়া নেয় এবং মালিকানা দাবী করে। উক্ত মালিকানার বিষয়ে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে একটি বন্টন মামলা করি। যাহার মামলা নম্বর-৫৮/০৯ ইং। উক্ত মামলাতে আমরা ডিগ্রী পাপ্ত হই। এতে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতে একাধিক মামলা চলমান থাকা অবস্থায় রবিউল ও তাহেররা সন্ত্রাসী ভাড়া করে আমাদের মার্কেট ভাংচুরসহ জায়গা বেদখল, মারধর ও ব্যাপকভাবে হামলা চালিয়ে ভাংচুর করে। এতে প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতি হয়। ঘটনার দিন ২২ শে আগস্ট সাড়ে ১০ টা হতে সাড়ে ১১টার সময় এ হামলা করে। আমরা নিরুপায় হয়ে জরুরী সেবায় ৯৯৯ এ কল দিয়ে ঘটনার বিস্তারিত বরুড়া থানা পুলিশকে জানাই। পুলিশের উপস্থিতিতে আবু তাহের মৃত অহেদ আলী প্রকাশ্যে ভাউকসার বাজারে বলেন, যে এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুল সাহেবের নির্দেশেই এই ভাংচুর করেছে তারা। থানা কর্তৃপক্ষ উক্ত বিষয়ে কোনো প্রতিকার না করায় কুমিল্লার বিজ্ঞ আদালতে দ্রুত বিচার পাওয়ার জন্য ১৫০-২০০ জন সন্ত্রাসীবাহিনীর বিরুদ্ধে ২৪ আগস্ট মামলা করি। কিন্তু দুঃখের বিষয় থানা কর্তৃক আমরা পূর্বে কোন বিচার পাইনাই বিধায় আদালতে মামলা দায়ের করি। আদালত আবারও বরুড়া থানাকেই তদন্তের ভার দেয়। আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপনের চেষ্টা করেছি যে , আমরা বরুড়া থানা কর্তৃক উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে কোন ন্যায় বিচার পাবো না। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার ও অপরাধীদের গ্রেফতারের দাবিতে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করলাম।

এ ঘটনার বিষয়ে অভিযুক্ত আবু তাহের বলেন, আমরা সম্পত্তির মালিক। আর আমাদের এমপি সাব বলছে এটা আমরা নিতে। তাই আমরা এসেছি আমাদের জায়গা নিতে। হামলার বিষয়ে প্রশ্ন করলে তিনি প্রশ্নের উত্তর না দিয়ে বলেন আপনাদের অন্য কিছু জানার থাকলে বলেন।

অভিযুক্ত গালিমপুর ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায়। যদিও আবু তাহের একজন বিএনপি নেতা কিন্তু আমরা আওয়ামী লীগের ক্ষমতায় কোন অন্যায় হতে দিতে পারিনা। তাই আবু তাহেরের জায়গা তাকে বুঝিয়ে দিতে সেখানে গেছি। কে তার দোকান ভেঙেছে তা আমরা জানিনা।

বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, গত ২২ ই আগষ্ট ৯৯৯ এ ফোন পাওয়ায় আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি যেন কোন প্রকার অপৃতিকর ঘটনা না ঘটে। যেহেতু দুই পক্ষের মধ্যে আদালতে দেওয়ানি কোটে মামলা চলে এটি আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।