সকালের কুমিল্লা ডেস্ক।।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিসহ নারায়ণগঞ্জ যুবদলকর্মী শাওন, ভোলা ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলনেতা আঃ রহিমের হত্যার প্রতিবাদে বরুড়া উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বরুড়া উপজেলা বিএনপির সভাপতি খায়রুল এনাম খাঁন তফিকের সভাপতিত্বে ৩ সেপ্টেম্বর (শনিবার) দুপুরবেলা বরুড়া উপজেলা পয়ালগাছা বাজারের কলেজ গেইট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিএনজি স্ট্যান্ডে এসে সমাপ্ত হয়। বিক্ষোভ মিছিল পূর্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও বরুড়ার সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বিএনপি প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন কল্লোল, বিএনপি নেতা মফিজুুল ইসলাম ও পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক হুমায়ুন কবির পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, বরুড়া উপজেলা যুবদলের আহবায়ক জসীম উদ্দিন পাটোয়ারী, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ খাঁন, উপজেলা যুবদলের সদস্য সচিব মুমিনুল হক লিটন, পৌরসভা যুবদলের আহবায়ক আক্তার হায়দার, যুগ্ম আহবায়ক জসীম উদ্দিন চৌধুরী, সদস্য সচিব মনির পাটোয়ারি। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল জলিল ও সদস্য সচিব ওমর ফারুক রিপন। ছাত্রনেতা মোস্তাকিন পাটোয়ারী, তৌকির আলম পাবেল ও নজরুল ইসলাম সাদ্দামসহ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে।