শুভ চৌধুরী, বরুড়া।।
বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার মাসিক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায়, প্রবাসী পরিবারের নিরাপত্তা ও আইনী সহয়তা, প্রবাসী সন্তানদের শিক্ষার মান উন্নয়ন ও ব্যাংকিং বিষয়ে আলোচনা করা হয়।
বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার কার্যনির্বাহী সদস্য, সাংবাদিক ইকরামুল হক এর সঞ্চালনায়, পবিত্র কুরআন তেলাওয়াত করেন, বাহরাইন শাখার উপদেষ্টা আব্দুল ওয়াদুদ। গীতা পাঠ করেন, কুয়েত শাখার প্রচার সম্পাদক, প্রদীপ বনীক।
বরুড়া উপজেলা সংগঠনের আহবায়ক, নুর উদ্দিন খন্দকার স্বপন এর সভাপতিত্বে এই সময় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন, বরুড়া থানা অফিসার ইনচার্জ, ইকবাল বাহার মজুমদার। বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন, ঢাকা ইসলামী ব্যাংকের ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার হোসাইন।
বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মেধাদ উদ্দিন আহমেদ। ব্যবসায়িক প্রধান বাংলাদেশ.
এমিরেটস লজিস্টিকস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড ও কার্যনির্বাহী সদস্য বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থা, অরবিন্দ তালুকদার পিন্টু। বিশিষ্ট সমাজসেবক কাতার শাখার উপদেষ্টা আমান উল্লাহ। বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থা সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক, মাহবুব আলম।
এসময় সংগঠনের সকল শাখার নেতৃবৃন্দ ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন।