ঢাকাবৃহস্পতিবার , ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের ঢাকা
  4. আজকের রাশিফল
  5. আদর্শ সদর
  6. আমাদের পরিবার
  7. আর্ন্তজাতিক
  8. ইসলামী জীবন
  9. উদ্ভাবন
  10. করোনা
  11. কুমিল্লা
  12. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  13. কুমিল্লা সিটি কর্পোরেশন
  14. খুলনা
  15. খেলাধুলা
আজকের সর্বশেষ সবখবর

বরুড়ায় ব্লাড ডোনেশন ক্লাবের অফিস উদ্বোধন

Edited by_Sakib al Helal
অক্টোবর ১৪, ২০২২ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

শুভ চৌধুরী,বরুড়া।।

“রক্তদিয়ে বাঁচাবো প্রাণ, দৃঢ় মোদের এই স্লোগান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বরুড়া উপজেলায় শাকপুর ইউনিয়ন ব্লাড ডোনেশন ক্লাবের অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৪ অক্টোবর ২০২২ইং) শুক্রবার বিকাল ৩ টা ১০ মিনিটে শাকপুর নতুন বাজারে এর ফিতা কেটে অফিসের উদ্বোধন করেন ইসলামী ব্যাংকের ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাকপুর ইউনিয়ন ব্লাড ডোনেশন ক্লাবের প্রধান উপদেষ্টা, মোঃ দেলোয়ার হোসাইন।

পরে ব্লাড ডোনেশন ক্লাবের সভাপতি মোঃ রিফাত হোসেন এর
সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা ও ব্লাড ডোনেশন ক্লাবের উপদেষ্টা মোঃ মাসুদুল আলম ভূঁইয়া,কুমিল্লা অঞ্চল কৃষি মন্ত্রণালয় বিসিএস (কৃষি), মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোঃ কামাল হোসেন। কুমিল্লা সরকারি মহিলা কলেজ ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক, আয়শা আক্তার। উপজেলা স্বাস্থ্য সহকারী ও ব্লাড ডোনেশন ক্লাবের উপদেষ্টা মোঃ মনির হোসাইন,কুমিল্লা বুড়িচং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ফাতেমা জোহরা।স্ট্যান্ডার্স গ্রুপের সিনিয়র অফিসার ও ব্লাড ডোনেশন ক্লাবের উপদেষ্টা মোঃ জাকির হোসেন।

যৌথ ভাবে পরিচালনা করেন শাকপুর ইউনিয়ন ব্লাড ডোনেশন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াদ হোসেন ভূঁইয়া ও ব্লাড ডোনেশন ক্লাবের সাবেক উপদেষ্টা মোঃ ইসমাইল ফাহাদ।

শাকপুর ইউনিয়ন ব্লাড ডোনেশন ক্লাব ৮ই আগস্ট ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়।প্রতিষ্ঠালগ্ন থেকে এ সংগঠনটি ইতোমধ্যে স্বেচ্ছায় রক্তদানসহ বেশ কিছু ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ব্লাড গ্রুপিং মাদক বিরোধী র‌্যালি, ধর্ষণ ও ইভটিজিং বিরোধী মানববন্ধন, রমজানে ইফতার সামগ্রী বিতরন সহ দুঃস্থদের নিয়ে বিভিন্ন সেবামূলক কাজ করে আসছেন। কাজের পরিধি বৃদ্ধির জন্য সংগঠনের এই নতুন অফিস আরো ভূমিকা রাখবে বলে মনে করেন অতিথিবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ শামীম কাদের জিলানী,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সবুজ মুন্সি, সাংগঠনিক সম্পাদক মোঃ মোবারক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান, প্রচার সম্পাদক মোঃ জাকির হোসাইন, দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ মিয়াজী, সহ-দপ্তর সম্পাদক মোঃ তুহিন গাজী, ডোনার বিষয়ক সম্পাদক মোঃ কাউসার হোসেন আবির, কার্যনির্বাহী সদস্য মোঃ হাসান মিয়া, মোঃ রাসেল গাজী, মোঃ মেদেহী হাসান রাব্বি, মোঃ জিহাদ হোসেন সহ উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে শতশত স্বেচ্ছায় রক্তদাতা সহ বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।