স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চন্ডিপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা পরিবারের ভিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ জানান বীর মুক্তিযুদ্ধা মোঃ হানিফ। সংবাদের প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধা হানিফ বলেন,
আমার প্রতিবেশী সাবেক ইউপি মেম্বার মতিন উদ্দেশ্য প্রনোদিত ভাবে আমাকে ও আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে মান সম্মান নষ্ট করছে।তিনি আরো বলেন,মতিন মেম্বারের দুই পরিবারের ৫ ছেলে ও এক ছেলে জাপানে থাকে টাকার গরমে অহেতুক আমাকে মিথ্যা অপবাদ দিয়ে সামাজিকভাবে সম্মান ক্ষুন্ন করছে।গত ১৪ অক্টোবর শুক্রবারে বাড়িতে সাংবাদিক এসে তথ্য জানতে চাইলে সঠিক তথ্য দেই। পরে সাংবাদিকগন মতিন মেম্বারের বাড়ি দেখিয়ে দিতে বললে আমার ছেলেরাসহ কয়েকজন মতিনের বাড়িতে যায়।মতিনের বাড়ির সিসি টিভি ফুটেজ সংগ্রহ অপপ্রচার চালাচ্ছে আমার ছেলেরা তাকে তার বাড়িতে হুমকি দিতে গেছে।যা নাকি আমি ছেলেদের পাঠিয়ে করেছি। যাহা সঠিক নয়।আমি এমন মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জ্ঞাপন করছি।