সাকিব আল হেলাল।।
কুমিল্লার বরুড়ায় বরুড়া-বাতাইছড়ি-কোটবাড়ি- কুমিল্লা সড়কসহ বরুড়া সড়ক বিভাগের বিভিন্ন সড়কে ১০০০ তাল গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার ( ৫ নভেম্বর) সকাল ১০ টায় এ তালের চারা রোপন কর্মসূচির উদ্বোধন অনুষ্টিত হয়।
বাঁচার ঠিকানা উন্নয়ন সংস্থার মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের আলোচনা সভায় বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার(ভূমি) মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা -৮ বরুড়া আসনের সংসদ সদস্য নাজিমুল আলম চৌধুরী (নজরুল)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব মনীন্দ্র কিশোর মজুমদার।
এ সময় বক্তব্য রাখেন, বরুড়া জনকল্যাণ সমিতি ঢাকা এর সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন লিংকন, বরুড়া পৌরসভার মেয়র বকতার হোসেন বখতিয়ার, বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল হাসান সোহেল, নোয়াখালী আব্দুল মালেক মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা: ইকবাল হোসেন, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর ডিজিএম মোঃ জালাল উদ্দিন, বেসরকারি উন্নয়ন সংস্থা দিয়া এর নির্বাহী পরিচালক মোঃ আবুল কাশেম, সড়ক বিভাগ কুমিল্লা এর উপ-বিভাগীয় বৃক্ষপালনবিদ মোঃ আমানত আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা আখতারুজ্জামান বাবু প্রমূখ।
আলোচনা সভার শেষে বরুড়ার ১নং আগানগর ইউপি’র রাজাপুর গ্রাম থেকে ১০০০ তাল গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।