স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় র্রর্যাবের অভিযানে ২৯০ পিস ইয়াবাসহ পলাশ (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন ঢুলিপাড়া চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী পলাশ কোতয়ালী মডেল থানার বালুতুপা গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাকিব হোসেন।
তিনি জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল শুক্রবার সকালে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানাধীন ঢুলিপাড়া চৌমহনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্ততারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যা বের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।