সকালের কুমিল্লা ডেস্ক।।
বৈশাখী টিভির ১৮ বছরে পর্দাপণ উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে দিনটি উদযাপন করা হয়।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় বৈশাখী টিভির ১৮ বছরে পর্দাপণ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি কুমিল্লা প্রেসক্লাবের সামনে বের হয়। এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন আজকের আয়োজনের প্রধান অতিথি কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত।
পরে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আনোয়ার হোসাইন। কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত ও বিশেষ অতিথি কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, বিপিএম (বার)। এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) খন্দকার আশপাকুজ্জামান, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক অভিবাদনের সম্পাদক আবুল হাসনাত বাবুল, জেলা দুর্নীতি প্রতিরোধের সভাপতি ও সংগঠক আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর হোসেন, সংবাদকর্মী ও সংগঠক আলী আকবর মাসুম।
প্রেসক্লাবে কুসিক মেয়র ও পুলিশ সুপারকে ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয় । এছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে কেক ও ফুলেল শুভেচ্ছা দেয়া বৈশাখী পরিবারকে।
কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় আলোচনা সভায় অংশগ্রহণ করেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি লুৎফুর রহমান, সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, এটিএন নিউজের প্রতিনিধি খায়রুল আহসান মানিক, কুমিল্লা টেলিভিশন জার্নালিষ্ট এর সভাপতি হুমায়ুন কবির রণী, প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোতাহের হোসেন মাহবুব ও যুগ্ম সাধারণ সম্পাদক বাহার রায়হান।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী এনামুল হক ফারুক, কুমিল্লা টেলিভিশন জার্নালিষ্ট এর সাধারণ সম্পাদক ও জিটিভির প্রতিনিধি সেলিম রেজা মুন্সি, আরটিভির প্রতিনিধি গোলাম কিবরিয়া, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, নাগরিক টিভি ও আজকের পত্রিকার প্রতিনিধি দেলোয়ার হোসেন আকাঈদ, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, যায় যায় দিনের প্রতিনিধি আব্দুল জলিল, ডেইলি স্টারের প্রতিনিধি খালিদ বিন নজরুল, দেশরুপান্তরের প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির, মাই টিভির প্রতিনিধি আবু মুসা, চ্যানেল টোয়েন্টি ফোরের প্রতিনিধি জাহিদুর রহমান, দৈনিক শ্রমিকের আরিফ সেলিম ওপেল, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি তানভীর দীপু, আজকের জীবনের প্রতিনিধি নেকবর হোসেন, নিউজ বাংলা ও দৈনিক বাংলার প্রতিনিধি মাহফুজ নান্টু, সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মনির হোসেন, দৈনিক পূর্বাশার রাসেল সোহেল, চেতনায় একাত্তরের সম্পাদক মাইনুল হক স্বপন, সমতটের সম্পাদক জামাল উদ্দিন দামাল, দেশ টিভির প্রতিনিধি সুমন কবির, দৈনিক যায় যায়কালের শাহ ইমরান, সংবাদ প্রতিদিনের প্রতিনিধি মারুফ কল্প, আমাদের সময় ডট কমের প্রতিনিধি রুবেল মজুমদার, চ্যানেল বাংলাদেশের বিএম মহিউদ্দিন, দৈনিক ডাক প্রতিদিনের সোহাইবুল ইসলাম, বাংলার আলোড়নের প্রতিনিধি মাইনুল হাসান, এশিয়ান টিভির আজিজুল হক, দৈনিক জাগরণের প্রতিনিধি সাকলাইন জোবায়ের, রুপসী বাংলার ফারুক আজম, আশিক প্রমুখ।