সাকিব আল হেলাল,বরুড়া।।
কুমিল্লার বরুড়ায় গরীব অসহায় ও শ্রমজীবী শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করছে বরুড়া উপজেলা ছাত্রলীগ।
রোববার(৮ই জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছিমুল আলম চৌধুরী নজরুল (এমপি)’র নির্দেশে ও কেমতলী আলো পাঠাগারের সহযোগিতায় বরুড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দঃ জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি আবু মূসা, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি লিপন খন্দকার, কুমিল্লা দঃ জেলা ছাত্র লীগের সাবেক সহ-সম্পাদক মোঃ নাছির উদ্দীন, সাবেক সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান শাহিন, সাবেক পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি শাহিন আলম, সাবেক বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিয়াদ আহমেদ প্রমুখ। এ দিন পৌরসভার বিভিন্ন স্থানে ছিন্নমূল, ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।