চৌদ্দগ্রম (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় রাকিব হোসেন (১৮) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছে। নিহত রাকিব চট্টগ্রামের খুলশী থানার সেগুনবাগান এলাকার আরমান হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় রাকিবের ট্রাকটি। এরপরই সেটির পেছনে ধাক্কা দেয় অপর আরেকটি ট্রাক। এ সময় সজোরে ধাক্কা লাগায় দরজা খুলে ছিটকে পড়ে যান সামনের ট্রাকের হেলপার রাকিব। ঘটনাস্থলেই সে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার এসআই মোহাম্মদ কাউসার মিয়া বলেন, ‘আমানগন্ডা এলাকায় ট্রাকের ধাক্কায় রাকিব নামে অপর একটি ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।’