ঢাকাবুধবার , ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের ঢাকা
  4. আজকের রাশিফল
  5. আদর্শ সদর
  6. আমাদের পরিবার
  7. আর্ন্তজাতিক
  8. ইসলামী জীবন
  9. উদ্ভাবন
  10. করোনা
  11. কুমিল্লা
  12. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  13. কুমিল্লা সিটি কর্পোরেশন
  14. খুলনা
  15. খেলাধুলা
আজকের সর্বশেষ সবখবর

তিতাসে দুর্বৃত্তদের আগুনে রান্নাঘর পুড়ে ছাই

Edited by_Sakib Al Helal
জানুয়ারি ২৬, ২০২৩ ১২:২১ অপরাহ্ণ
Link Copied!

হালিম সৈকত,তিতাস।।

কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের নাগেরচরে দুর্বৃত্তদের আগুনে রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছ। ঘটনাটি ঘটেছে ২৪ জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১ টার সময় নাগেরচর গ্রামের আবুল খায়ের ভূইয়ার বাড়িতে।
আবুল খায়ের ভূইয়ার স্ত্রী মমতাজ বেগম বলেন, ঘুমিয়ে ছিলাম। হঠাৎ জানালা দিয়ে দেখি আগুনের লেলিহান শিখা। গোয়াল ঘরে আগুন ও রান্নার ঘরে আগুন।
পরে সকলের চিৎকার চেচামেচিতে প্রতিবেশিরা এসে মটরের পানি দিয়ে আগুন নিভাতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, যারা আমার জায়গা দখল করতে চায়, (ঢাকার ব্যবসায়ী তারেকুল ইসলাম ভূইয়াকে ইঙ্গিত করে) তারাই ঘরে আগুন দিয়েছে।
আমরা অভিযোগ করেছি তিতাস থানায়। পুলিশই তদন্ত করে বের করবে কারা করেছে এই অপকর্ম?

এই বিষয়ে তারেকুল ইসলাম ভূইয়া বলেন, আমি ঢাকাতে ব্যবসা করি। কে বা কারা আগুন দিয়েছে বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হোক। অযথা কারো নামে মিথ্যা অভিযোগ করা ঠিক নয়।
তাদের সাথে আমার জায়গা নিয়া ঝামেলা আছে ঠিক কিন্তু এত নিন্দনীয় কাজ আমাদের দ্বারা অসম্ভব।
তারা তিন দিনের মধ্যে দলিলপত্র শো করার কথা। কাগজ যার জায়গা তার। এভাবেই কথা হয় কিন্তু তারা কাগজ দেখাতে না পেরে তৃতীয় কারো প্ররোচনায় নতুন ফন্দি এটেছে। নিজের রান্না ঘরে নিজেরাই আগুন দিয়ে অন্যদেরকে দোষী করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার পায়তারা করছে। আমি বিষয়টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ প্রকৃত দোষীদের খোঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক।
এই বিষয়ে, তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, ওভার ফোনে কেউ কেউ বিষয়টি আমাকে জানিয়েছে। কিন্তু কারো অভিযোগ পাইনি। পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।