হালিম সৈকত,তিতাস।
কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের
হাড়াইরকান্দি গ্রামের প্রবাসি ও যুবসমাজের উদ্যোগে ৪র্থ তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩১ জানুয়ারি মঙ্গলবার বাদ আছর হইতে গভীর রাত পর্যন্ত হাড়াইরকান্দি উত্তরপাড়া বাইতুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে এই নুরানী ও ঈমানী মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ।
সভাপতিত্ব করেন কলাকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কলাকান্দি ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ হাবিবুল্লাহ বাহার।
সহ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, বাইতুল মামুর জামে মসজিদের সভাপতি মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মোঃ জসিম মুন্সি, মোঃ কবির হোসেন সিকদার। মাহফিল পরিচালনা করেন, বাইতুল মামুর জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ ছাবিকুল ইসলাম।
প্রধান তাফসিরকারক হিসেবে তাফসির করেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক সাভার বাসস্ট্যান্ট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ ইয়াহইয়া তাকী। বিশেষ
তাফসিরকারক ছিলেন উদীয়মান বক্তা হযরত মাওলানা যোবায়ের আহমেদ সিদ্দিকী চাঁদপুরী।
আমন্ত্রিত ওলামায়ে কেরামদের মধ্যে ছিলেন, বাতাকান্দি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব
হযরত মাওলানা হাফেজ মোঃ মাহবুবুল আলম বেলালী, কালাচান্দকান্দি ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক হযরত মাওলানা মোঃ হাছান রেজা, হাড়াইরকান্দি বাইতুল মামুর জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ মহিউদ্দিন (হানাফী)।
যুবকদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ জাহাঙ্গীর হোসেন
সাফিন হোসেন সুমন, মোঃ আমজাত হোসেন, মোঃ আনারুল, মোঃ নুরুজ্জামান, মোঃ খোকন, মোঃ শাওন সরকার, মোঃ মহাইমিনু, মোঃ সজল সরকার বাবু, মোঃ ডালিম, রিয়াদ,ইমরান, জাবেদ,মোফারেজ, আরাফাত প্রমূখ।