সাকিব আল হেলাল।।
কুমিল্লার বরুড়ায় বলাকা বাস চাপায় মোঃ অহিদ মিয়া(৪০) ও সাগর (২৮) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত ঘটনাস্থলেই নিহত হয়েছে। একই ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন।
বুধবার(৮ ফেব্রুয়ারি) রাত ১০ টায় বরুড়া উপজেলার বরুড়া-লালমাই-কুমিল্লা সড়কের পৌরসভার মৌলভী বাজার(সাহাপদুয়া) চেয়ারম্যান পুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর ও অহিদ মিয়ার বাড়ি নাঙ্গলকোট উপজেলার হেসাখাল গ্রামে। তারা সবাই সাহা পদুয়ার আল মদিনা বেকারিতে কাজ করতো।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় , বুধবার রাতে বেকারিতে কাজ শেষ করে মোটরসাইকেলে করে বরুড়া বাজারে রাতের খাবার খাওয়ার জন্য যাচ্ছিল।বাজারের সাথে মৌলভী বাজারে আসার পর হটাৎ বরুড়াগামী বলাকা বাস মোটর সাইকেলটিকে চাপা দিলে এতে তিন মোটর সাইকেল আরোহীর মধ্যে দুইজন ঘটনাস্থলে নিহত হয়।অপর ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়।
বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামরুল হাসান সোহেল উপরোক্ত ঘটনার সত্যেতা নিশ্চিত করেন।