সাকিব আল হেলাল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কীটনাশক পান করে মোঃ এনামুল হোসেন (১৫) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।
বুধবার(৮ ফেব্রুয়ারি) উপজেলার শিদলাই ইউনিয়নের বেড়াখলা( জলিল হাজির বাড়িতে) এ ঘটনা ঘটে।
এনামুল হোসেন ওই এলাকার বাসিন্দা।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক সমস্যার কারণে সে সকলের অগোচরে কীটনাশক (কেরির ঔষধ) সেবন করে। পরে তার পরিবারের লোকজন জানতে পেরে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সে মৃত্যুবরণ করে। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানাপুলিশ নিহতের লাশ সুরতহাল প্রতিবেদন শেষে ব্রাহ্মণপাড়া থানায় নিয়ে আসেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে”।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।