সাকিব আল হেলাল।।
কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিনব্যাপী আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে সোমবার। ইনডোর গেমস এর মধ্যে ছিল দাবা, ক্যারম, লুডু, কার্ড(২৯), মিউজিক্যাল পিলো পাসিং এবং আউটডোর গেমস এর মধ্যে ছিল ব্যাডমিন্টন ও ভলিবল প্রতিযোগিতা।
(১) দাবাঃ চ্যাম্পিয়ন- ডাঃ মোঃ ওমর ফারুক সরকার, রানার আপ-ডাঃ মোঃ নওশাদ আবসার, তৃতীয় স্থান- তাবারক হোসেন খান (স্বাস্থ্য সহকারী)
(২) লুডুঃ চ্যাম্পিয়ন- ডাঃ মোঃ সোহাগ হোসেন, ফরিদুল আলম মিলন (ল্যাব এটেন্ডেন্ট), রানার আপ- সুফিয়া বেগম (এসএসএন), আবু সাঈদ (স্বাস্থ্য সহকারী), তৃতীয় স্থান-মোঃ রাসেল মোঃ শাকিল (আউটসোর্সিং)
(৩) ভলিবলঃ চ্যাম্পিয়ন- এস. এম. জাকারিয়ার টিম, রানার আপ-ডাঃ মোঃ ওমর ফারুক সরকারের টিম,
(৪)মিউজিক্যাল পিলো পাসিং-চ্যাম্পিয়ন- জান্নাতুল ফেরদৌস (এসএসএন), রানার আপ- বনানী আক্তার এমি (মিডওয়াইফ)তৃতীয় স্থান- তাহমিনা আক্তার (এসএসএন)
(৫) ক্যারমঃ চ্যাম্পিয়ন- ডাঃ মোঃ ওমর ফারুক সরকার, মনির উদ্দিন সুমন (সিএইচসিপি), রানার আপ- আবু সাঈদ (স্বাস্থ্য সহকারী), তাবারক হোসেন খান (স্বাস্থ্য সহকারী) তৃতীয় স্থানঃ ডাঃ আলী রেজা, মোঃ শাকিল (আউটসোর্সিং)
(৬) কার্ড (২৯) : চ্যাম্পিয়ন- তাবারক হোসেন খান (স্বাস্থ্য সহকারী), মোঃ আব্দুস ছাত্তার (সহঃ সেবক), রানার আপ- ডাঃ ওমর ফারুক সরকার, মোঃ আলী হোসেন চৌধুরী (স্বাস্থ্য সহকারী) তৃতীয় স্থানঃ ডাঃ আসিফ আল হাদী, ডাঃ এস এম রাইসুল হাসান
(৭)ব্যাডমিন্টনঃচ্যাম্পিয়ন- ডাঃ আবু বকর সিদ্দিকী তানভীর , নাজমুল হাসান (সিএইচসিপি), রানার আপ- মোঃ আদম আলী (স্যাকমো), কিরণ ভৌমিক, তৃতীয় স্থানঃ ডাঃ মোঃ ওমর ফারুক সরকার নাঈম ইসলাম (আউটসোর্সিং ড্রাইভার).
সবকয়টি ইভেন্টের প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল হাসান সোহেল, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নুরেন তাসকিন তুলি, জোনাল সেলস ম্যানেজার, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিঃ।
পুরষ্কার বিতরণী শেষে গান পরিবেশন করে এসএসএন রাবেয়া আক্তার মুন্নী , এসএসএন মোঃ ইমামুল হাসান আরিফ, ডাঃ নুরেন তাসকিন তুলি, আলী হোসেন চৌধুরী (স্বাস্থ্য সহকারী), ডাঃ আলী রেজা, আরিফুল ইসলাম,এরিয়া ম্যানেজার, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিঃ।
বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, নার্স, অফিস স্টাফ, ফিল্ড স্টাফ ও আউটসোর্সিং স্টাফ সবার অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা একটি উৎসবে পরিণত হয়। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান ডা: কামরুল হোসেন সোহেল। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করায় হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস কে ধন্যবাদ জানানো হয়।।