সকালের কুমিল্লা ডেস্ক।।
কুমিল্লার বরুড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৪ ফেব্রুয়ারি) সকালে বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বরুড়া পৌরসভার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোঃ সোলেমান ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন বখতিয়ার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, বরুড়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ আবুল কাসেম, বরুড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ তাজাম্মুল হোসাইন।
এ সময় বক্তব্য রাখেন বরুড়া পৌর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেসপুন নাহার, এসময় উপস্থিত ছিলেন বরুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ উল্লাহ মামুন, অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার, দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার, দেওড়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, কামেড্ডা শালুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চক্রবর্তী, জিনসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা আক্তার, নয়নতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া বেগম, কাসেড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল হক, কসামী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিনুরানী দত্ত, শুশুড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম খলিল।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ খোরশেদ আলম। এসময় বরুড়া পৌরসভার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রাইমারী শিক্ষার্থীদের আন্ত প্রতিযোগিতা ও সাংস্কৃতিক ইভেন্টের অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শেষে পৌর মেয়র বকতার হোসেন বখতিয়ার বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি বলেন একজন শিক্ষকের স্মার্ট হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদেরও স্মার্ট হিসেবে গড়ে তোলার আহবান জানান।
তিনি আরও বলেন বরুড়া পৌরসভা এলাকায় সকল স্কুলের যে কোন শিক্ষার্থীর শিক্ষা সামগ্রী ক্রয় ড্রেস সহ তাদের পড়াশোনার খরচ চালাতে যে সকল অভিভাবকরা সক্ষম না তাদের সহযোগিতার আশ্বাস দেন এবং স্কুলের প্রধান শিক্ষক ও সকল শিক্ষকদের যোগাযোগ করার জন্য অনুরোধ করেন। পাশাপাশি শ্রেণী কক্ষ ও অবকাঠামো সমস্যা স্বাস্থ্য সম্মত সেনিটেশন সমস্যা থাকলে মাননীয় সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল মহোদয়ের সাথে যোগাযোগ করে সমাধানের বিষয়ে আশ্বস্ত করেন।