নিজস্ব প্রতিবেদক।।
পদ যাত্রার নামে সারাদেশে বিএনপি জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে, কুমিল্লা দক্ষিন জেলা যুবলীগের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দক্ষিন জেলা যুবলীগের আহবায়ক কামরুল হাসান শাহীনের আহবানে, যুবলীগের যুগ্ম আহবায়ক আবদুছ ছোবহান খন্দকার সেলিমের নেতৃত্বে সোমবার বিকেলে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় ও আশপাশের এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা (দঃ) আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রতিবাদ সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন যুবলীগ নেতৃবৃন্দ। প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে কুমিল্লা দঃ জেলা যুবলীগ নেতা সুমির বড়ুয়া তপু, ইসরাক মাহাম্মুদ মাসুদ, এড,নজরুল ইসলাম, মির্জা ফারুক জিয়াউর রহমান নয়ন, আবদুল করিম মিয়াজি, আলাউদ্দিন রিপন, এয়ার আহম্মেদ সেলিম , কাজী ফোরকান আহাম্মেদ সবুজ, জাহিদুল হাসান পলাশ মোঃ রাশেদুল ইসলাম আশরাফ সহ দক্ষিণ জেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।