মোঃ শাহআলম,বরুড়া।।
কুমিল্লার বরুড়ার ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুল রহমান কোমড়ে পিস্তল প্রদর্শন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল শিরোনাম দিয়ে বিভিন্ন প্রত্রিকায় নিউজ প্রকাশিত হওয়ার পর পিস্তল রাখার ব্যাখা সংবাদ সম্মেলন করেছে ইউপি চেঢারম্যান খলিলুল রহমান।
বরুড়া পৌরসভাধীন ডক্টরস কমিউনিটি হাসপাতালে ড.আনিসুর রহমান হল রুমে শনিবার দুপুর ১২টায় এ সংবাদ অনুষ্ঠিত হয়।
এ সময় সংবাদ সম্মেলনে বরুড়া উপজেলার ২নং ভবানী পুর ইউনিয়নের চেয়ারম্যান বলেন,কিছুদিন পূর্বে চেঢারম্যান নির্বাচিত হওয়ার পর দুই সরকারি কর্মকর্তা আমার বাড়িতে আসার কারে তড়িগড়ি করে তাদের রিসিভ করতে এসে ভুল বশতঃ গাড়ি থেকে নামার সময় আমার লাইসেন্স করা পিস্তলটি না রেখে নেমে মেহমানদের রিসিভ করি।তখন এখানে মেহমান ছাড়া তেমন কেউ ছিল না।এ সময় আমার সম্মান হানি করার জন্য কেউ এই ছবিটি উঠিয়ে সামাজিক যোগাযোগসহ বিভিন্ন গনমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে ছড়িয়ে দেয়।