নিজস্ব প্রতিবেদক।।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও দাউদকান্দি থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১৭ বোতল বিদেশি মদ ও ২৫ বোতল ফেনসিডিল সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ২৬ ফেব্রুয়ারী দিবাগত রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহিনুল হাসানের নেতৃত্বে দাউদাউকান্দি উপজেলা সদরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক কারবারি শ্রাবণী আক্তার (২৮) কে আটক করা হয়। অভিযানের আগেই পালিয়ে যাওয়ায় শ্রাবণী’র স্বামী অপর আসামী সাইদুজ্জামান (৩৮) গ্রেফতার করা সম্ভব হয়নি।
অভিযানে দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা সহ অন্যান্য পুলিশ সদস্যগণ সহায়তা করেন।
এবিষয়ে পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঞা বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।