সুজন মজুমদার ||
কুমিল্লা কমার্স কলেজের শিক্ষকদের গেট টুগেদার অনুষ্ঠিত শনিবার (৪ঠা মার্চ) সকাল সাড়ে ৭টায় কুমিল্লা শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। প্রথমে পরিচয় পর্ব, শুভেচ্ছা বক্তব্য ও ফটোসেশান।
কুমিল্লা কমার্স কলেজের শিক্ষকদের মধ্যে চারটি দলে বিভক্ত হয়ে ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত হয়। চারটি দল হলো এডমিন গ্রুপ, সাইন্স গ্রুপ, কমার্স গ্রুপ ও আর্টস গ্রুপ। নকআউট পর্বে খেলা অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন হয় এডমিন গ্রুপ ও রানার্স-আপ হয় কমার্স গ্রুপ। সেরা গোলদাতা এডমিন গ্রুপের হুমায়ুন কবির মাসউদ, সেরা গোলকিপার কমার্স গ্রুপের মুজাহিদ কবির ও সেরা খেলোয়াড় মোস্তফা মিয়াজী।
দ্বিতীয় পর্বে খাবারদাবার, শিক্ষকদের সন্তানদের নিয়ে খেলাধুলা, সাংবাদিকদের সাথে ফটোশেসন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত গেট টুগেদার অনুষ্ঠানের সমন্বয়কারী আব্দুস সামাদ চৌধুরী সবুজ, সঞ্চালনা করেন আরিফ হোসেন, সভাপতিত্ব করেন কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির মাসউদ।