সাকিব আল হেলাল।।
কুমিল্লার বরুড়ায় বীর মুক্তিযোদ্ধা মোঃ মোখলেছুর রহমান খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।
বরুড়া পৌরসভার দেওড়া গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর (অবসরপ্রাপ্ত) সার্জেন্ট মোঃ মোখলেছুর রহমান খন্দকার সোমবার রাতে নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহী….. রাজিউন)।
মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১১টায় জানাজার নামাজের পর জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আফরিন মুস্তাফার পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসানসহ সঙ্গীয় ফোর্স রাষ্ট্রীয় সালাম প্রদান করেন। এরপর বাংলাদেশ সেনাবাহিনীর ময়নামতি জোনের ক্যাপ্টেন মোহাম্মদ আবু সাদমান সৈকতের নেতৃত্বে সেনাবাহিনীর পক্ষে গার্ড অব ওনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, বরুড়া পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জামাল উদ্দিন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রোটাঃ শাহিনুর হোসেন শাহিন, হযরত মাওলানা মোঃ ফজলুর রহমানসহ এলাকার জন সাধারণ ও নিকট আত্মীয়রা। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।