মোঃ আমিনুল ইসলাম ভুঁইয়া,বরুড়া।।
শুক্রবার (৭ এপ্রিল) ১৫ই রমজান কুমিল্লাস্থ বরুড়া উপজেলা উন্নয়ন সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজীউল হক সোহাগের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস কিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান এ জেড এম শফিউদ্দিন শামীম, সভায় বক্তব্য রাখেন বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম, সংগঠনের সহসভাপতি বরুড়া পৌরসভার সাবেক মেয়র বাহাদুরুজ্জামান, সংগঠনের উপদেষ্টা আবদুর রব চৌধুরী উপদেষ্টা খায়রুল এনাম তৌফিক, এডভোকেট আবদুল মান্নান, হাজী মোঃ আমির হোসেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হাসান, কুমিল্লা জেলা পরিষদ সদস্য (বরুড়া) মোঃ জসিম উদ্দিন, বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন, এস কিউ ফাউন্ডেশনের সদস্য সচিব তোফায়েল হোসেন, সাবেক চেয়ারম্যান মোঃ শাহআলম, মনিরুজ্জামাল প্রমুখ।