শাহানাজ পারভীন,চট্টগ্রাম।।
-চট্টগ্রাম বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড ১৯) সংক্রমণের দ্বিতীয় দাপে সরকার কঠোর পদক্ষেপ নিলেও মানছেন না সাধারণ মানুষ স্বাস্থ্য বিধি এবং দূরত্ব বজায় রেখে চলছেনা পরিবহন গুলো, এদিকে অলংকার মোড় পুলিশ বক্স পাশে যাএী উঠাছে মিনি মাইক্রো বাসে ডাবল ভাড় তিন জনের ছিটে চার/পাঁচ জন করে উঠাচ্ছেন মাইক্রোবাসের মালিকরা।
সোমবার (১৩ এপ্রিল) বিকালের দিকে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।
এ সময় সাধারণ ভুক্তভোগী যাএী গুলো জানান, সরকারের ঘোষিত ১৪ তারিখে লক ডাউন তাই আমরা নিজ নিজ গ্রামের বাড়ী চলে যাচ্ছি, আমাদের আয় রোজগার নাই এই দিকে বাসা ভাড়া বিভিন্ন খরচ জোগাড় করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। আবার এই দিকে অতিরিক্ত ভাড়া দিয়ে যেতে হচ্ছে।
আবার কিছু সচেতন ব্যাক্তি সাথে কথা বললে তিনি বলেন, বাংলাদেশ সরকারের ঘোষিত করোনা মহামারি প্রতিরোধ ক্ষেত্রে লকডাউন ঘোষনা ভালো উদ্যোগ,শুধু বাংলাদেশ না বহুদেশে ও লকডাউন চলছে,
আবার অতিরিক্ত ভাড়া আদায় ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশে অনেশ্চা একজন টিকিট কাউন্টার ম্যানেজার জানান, তিনি প্রতি গাড়ি ৩০০টাকা করে দিতে হয় বক্সে, টাকা গুলো এইখানে এসে নিয়ে যায় বলেন কাউন্টার ম্যান,কে নিয়ে যান জানতে চাইলে তিনি বলেন আলমগীর নামে একজন লোক এসে নিয়ে যায়,
এদিকে অলংকার মোড় ট্যাফিক পুলিশ সার্জেন্ট শাহাদাতের সাথে কথা বলতে চাইলে তিনি বলেন আমি এই মাত্র আসছি তাই কিছু জানিনা,বলে এড়িয়ে চলে যান,