ঢাকামঙ্গলবার , ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের ঢাকা
  4. আজকের রাশিফল
  5. আদর্শ সদর
  6. আমাদের পরিবার
  7. আর্ন্তজাতিক
  8. ইসলামী জীবন
  9. উদ্ভাবন
  10. করোনা
  11. কুমিল্লা
  12. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  13. কুমিল্লা সিটি কর্পোরেশন
  14. খুলনা
  15. খেলাধুলা
আজকের সর্বশেষ সবখবর

২১ আগষ্টে গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

admin
আগস্ট ২২, ২০২৩ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

মো: তোফায়েল আহমেদ, দেবিদ্বার, কুমিল্লা।

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় গত ২১ শে আগস্ট বিকাল তিনটা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ কৃষক লীগের আয়োজনে দেবিদ্বার উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জনাব আনোয়ার পারভেজ খানের নেতৃত্বে, উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে একটি বিশাল শোক রেলি বের হয়ে উপজেলা বঙ্গবন্ধু সমাধিস্থলে এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ কৃষক লীগের সকল সদস্যবৃন্দ, ছাত্রলীগ যুবলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে, বিকাল ৪টার দিকে ভিংলাবাড়ী, দেবিদ্বার পৌরসভা কৃষক লীগের আয়োজনে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জনাব পার্থ ও সারথি দত্ত-আহবায়ক কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জনাব মোঃ সেলিম ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগ। জনাব আনোয়ার পারভেজ খান, সাধারণ সম্পাদক দেবিদ্বার উপজেলা কৃষকলীগ। সভাপতির বক্তব্য রাখেন, জনাব কাদের মুন্সি,আহবায়ক দেবিদ্বার পৌরসভা কৃষকলীগ। সঞ্চালনায়, জনাব ইউনুস আহমেদ জয়, সদস্য সচিব দেবিদ্বার পৌরসভা কৃষকলীগ।
আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের সদস্য শারমিন সেলি,মুরাদনগর উপজেলা কৃষক লীগের মাহফুজুর রহমান বাকি,দেবীদ্বার উপজেলা কৃষক লীগের সভাপতি পদপ্রার্থী মো আব্দুল আলীম,পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জসিম সহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতির ইতিহাসের জঘন্যতম এ গ্রেনেড হামলার বার্ষিকীতে বাঙালি জাতি শ্রদ্ধাবনতচিত্তে হামলায় নিহতদের স্মরণ করবে। আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনটি পালনে নানা কর্মসূচি হাতে নিয়েছে। দিনটি উপলক্ষ্যে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ২১ আগস্ট বাঙালি জাতির ইতিহাসে একটি শোকাবহ ও ভয়াল হত্যাযজ্ঞের দিন। ২০০৪ সালের এ দিনে বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের জনসভায় বর্বরোচিত গ্রেনেড হামলায় শহিদ হন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী। তিনি ২১ আগস্টের সব শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানান গভীর সমবেদনা।
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, ২১ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় ও নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল দিন। ২০০৪ সালের এ দিনে বিএনপি-জামায়াত জোট সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে বর্বরতম গ্রেনেড হামলা চালানো হয়। এ হামলার মূল লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করা এবং আওয়ামী লীগ ও বাংলাদেশকে নেতৃত্বশূন্য করে হত্যা, ষড়যন্ত্র, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি ও দুঃশাসনকে চিরস্থায়ী করা।

কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ খান বলেন: নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল ২১ আগস্ট আজ। বারুদ আর রক্তমাখা বীভৎস ‘রাজনৈতিক হত্যাযজ্ঞের’ ১৯তম বার্ষিকী। ২০০৪ সালের এই দিনে মুহুর্মুহু গ্রেনেড বিস্ফোরণে কেঁপে ওঠে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ। গ্রেনেডের বিকট শব্দ, মানুষের আর্তনাদ আর কাতর ছোটাছুটিতে তৈরি হয় এক বিভীষিকাময় পরিবেশ। আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস-বিরোধী মিছিল-পূর্ব সমাবেশে দলটির সভাপতি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা এবং গুলিবর্ষণ করে ঘাতকরা। এ ঘটনায় আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী নিহত হন।
আহত হন পাঁচ শতাধিক। যাদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। কেউ কেউ আজও ফিরে পাননি স্বাভাবিক জীবন। গ্রেনেডের স্পি­ন্টারের দুর্বিষহ যন্ত্রণা নিয়ে এগিয়ে যাচ্ছেন মৃত্যুর দিকে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও তার শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়। প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক সমাবেশে এ ধরনের নারকীয় হত্যাযজ্ঞ পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়টি খুঁজে পাওয়া বিরল।একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে হত্যার উদ্দেশ্যে ভয়াবহ সেই হামলা বাঙালি জাতি কোনো দিনও ভুলবে না। ২০০৪ সালের পর থেকে তাই দিনটি ‘২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস’ হিসাবে পালন করা হয়। আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের অভিযোগ-১৫ আগস্টের মধ্য দিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছিল, ২১ আগস্টের ঘটনা তারই ধারাবাহিকতা। আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে সভাপতি শেখ হাসিনাসহ প্রথম সারির জাতীয় নেতাদের হত্যার উদ্দেশ্যে ওই ঘৃণ্য হামলা চালায় ঘাতক চক্র। সেই ষড়যন্ত্র এখনো চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।