সকালের কুমিল্লা ডেস্ক।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) করোনার কারণে আটকে থাকা স্নাতক শেষ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের তিন অনুষদ ভবনে পরীক্ষা শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের তথ্য মতে, প্রথম পর্যায়ে ৮ বিভাগের আটকে থাকা স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা নেওয়া হচ্ছে। যা চলবে আগামী ১৩ জানুয়ারি ২০২১ পর্যন্ত। এর মধ্যে বাকি বিভাগগুলোর চূড়ান্ত পরীক্ষা নেওয়ার কাজ শুরু হয়েছে। এ ছাড়াও পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের স্বাস্থবিধি মেনে পরীক্ষার হলে বসানো হয়েছে। শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি প্রতি ১০ জন পরীক্ষার্থীর জন্য একজন করে পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী এ বিষয়ে বলেন, আমি সকালে এসেই পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছি। সবাই স্বাস্থবিধি মেনে পরীক্ষায় অংশ নিয়েছে। বাকি থাকা বিভাগগুলোর পরীক্ষাও স্বাস্থবিধি মেনে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।