ঢাকাশুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের ঢাকা
  4. আজকের রাশিফল
  5. আদর্শ সদর
  6. আমাদের পরিবার
  7. আর্ন্তজাতিক
  8. ইসলামী জীবন
  9. উদ্ভাবন
  10. করোনা
  11. কুমিল্লা
  12. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  13. কুমিল্লা সিটি কর্পোরেশন
  14. খুলনা
  15. খেলাধুলা
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার পুকুর ও দিঘিগুলোতে অতিথি পাখির সমাগম

Edited by_Sakib al Helal
ফেব্রুয়ারি ৩, ২০২১ ৯:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

মহিউদ্দিন ভূইয়া।।

কুমিল্লার পুকুর ও দিঘিগুলোতে ঝাঁকে ঝাঁকে নামছে অতিথি পাখি। বিশেষ করে শহরতলীর কয়েকটি পুকুরে মেলা বসিয়েছে নানা রঙের পরিযায়ী পাখিরা।

সদর উপজেলার চম্পক নগর এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুরে নেমেছে শীতের পাখি। তাদের কিচিরমিচির শব্দে মুখরিত চারপাশ। সরেজমিনে দেখা যায় কিছু পাখি পুকুরে ভাসছে, পাশাপাশি কচুরিপানার ফাঁকে খাবার সংগ্রহ করছে।

পুকরের মালিক গাজী রিয়াজ মাহমুদ জানান, গত তিন বছর ধরে অতিথি পাখিদের অভয়াশ্রম হয়ে উঠেছে এ পুকুরটি। পাখিগুলোর কেউ যেন ক্ষতি না করতে পারে সে দিকে লক্ষ্য রাখেন তিনি।

ওয়াইল্ড ওয়াচ ইনফো কুমিল্লার পরিচালক জামিল খান বলেন, কুমিল্লা নগরীর ধর্মসাগর ও ছোটরা জলায় আগে অতিথি পাখি নামলেও, পরিবেশ নষ্ট হওয়ায় সেখানে এখন পাখি দেখা যায় না।

‘শীতপ্রধান দেশের পাখিরা অতিথি হয়ে আসে আমাদের দেশে। উষ্ণতার আশায় হাজার মাইল পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসে তারা, খুঁজে নেয় নির্জন স্থান, জলাশয় ও বনাঞ্চল। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, অতিথি পাখি এ দেশে অতিথি হয়ে থাকতে পারছে না। শিকারির হাতে তারা ধরা পড়ছে। পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কুমিল্লার পুকুরগুলোতে পাখি নামার পরিবেশ করে দেয়া উচিত,’ বলেন তিনি।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক অমিতাভ কুমার বাড়ৈ জানান, সাইবেরিয়া, রাশিয়া, ফিনল্যান্ড ও তিব্বতের উপত্যকা অঞ্চল থেকে প্রতিবছর অতিথি পাখি আসে। পাখিগুলোর মধ্যে রয়েছে বালিহাঁস, রাজহাঁস, মানিকজোড়, গাংকবুতর, চিনাহাঁস, নাইরাল ল্যাঙ্গি, ভোলাপাখি, হারিয়াল, বনহুর, বুরলিহাঁস ও সিরিয়া পাতিরা প্রভৃতি।

‘পাখি আবর্জনা খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এছাড়া এর মলে ফসফরাস রয়েছে, যা সবজি উৎপাদনে সহায়ক। পাখি রক্ষায় সবার ভূমিকা প্রয়োজন,’ বলেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।