ঢাকাবুধবার , ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের ঢাকা
  4. আজকের রাশিফল
  5. আদর্শ সদর
  6. আমাদের পরিবার
  7. আর্ন্তজাতিক
  8. ইসলামী জীবন
  9. উদ্ভাবন
  10. করোনা
  11. কুমিল্লা
  12. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  13. কুমিল্লা সিটি কর্পোরেশন
  14. খুলনা
  15. খেলাধুলা
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা সেনানিবাস সংলগ্ন হোন্ডা মার্কেট আগুনে পুড়ে ছাই

Edited by_Sakib al Helal
মার্চ ১৪, ২০২১ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ফরহাদ হোসেন।।

ক’দিন আগে ব্যাংকের দেনার দায়ে নিলামে বিক্রি হওয়া কুমিল্লা সদরের ক্যান্টনমেন্ট মার্কেট সংলগ্ন নিশ্চিন্তপুর (নামার বাজার) এলাকার বৃহত্তর হাজি মার্কেট ”হুন্ডা মার্কেট” আগুনে পুড়ে গোটা মার্কেটের পেছনের অংশটি এখন কেবলই ধ্বংসস্তুপ । ব্যবসায়ীদের হাহাকারে একাকার গোটা এলাকা।

রবিবার (১৪ মার্চ) ভোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।চৌধুরী মোটরসে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্র জানায়, ভোরে আগুনে গোডাউন সার্ভিস সেন্টার শোরুম সহ প্রায় ২৫/২৬ টি দোকান পুড়ে পুরোপুরি ভস্মীভূত হয়েছে। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ২ ঘন্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ২৫/২৬টি দোকান। তবে এতে হতাহতের কেন ঘটনা ঘটেনি বলে জানা গেছে। প্রায় প্রতিটি দোকানেই দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতাও অনেক বেশি ছিলো বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। কিছুক্ষণ পরপর মোটরসাইকেলের তেলের ট্যাংকি বিস্ফোরণের শব্দে গোটা এলাকা আতংক ছড়িয়ে পরে। ভোর সাড়ে ৬ টায় পুরোপুরি নিয়ন্ত্রনে আসে মার্কেটের আগুন। এসময় ব্যবসায়ীদের কান্নায় ভারী হয়ে ওঠে মার্কেটের আশপাশের এলাকা। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো বিস্তারিত জানা যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হক, ২নং উত্তর দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।