এন.সি জুয়েল।।
যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
সকালে নগরীর নগর উদ্যানস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
পরে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কুমিল্লা শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ ও জজকোর্ট কুমিল্লার আইনজীবী ও কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-এনরোলমেন্ট সেক্রেটারী এডভোকেট গাজী মোঃ ইকবাল হোসাইন,কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম,কুমিল্লা ইয়াং ল-ইয়ারর্স এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ আনোয়ার সাহাদাত সহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কুমিল্লা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
পরে একে একে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগন পুস্পস্তবক অর্পনের মাধ্যেমে শ্রদ্ধাজ্ঞাপন করেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগীতা, বই মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়।