সাকিব আল হেলাল।।
কুমিল্লা জেলার বরুড়া থানার কাঁছিয়াপুকুরিয়া গ্রামে পুকুরের পানি নিষ্কাশন করে মাছ ধরার জন্য বোরো জমির উপর দিয়ে বিদ্যুৎ এর লাইন টানার সময় বাঁধা দেওয়ায় কাঁছিয়াপুকুরিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে তোফায়েল হোসেন এবং আব্দুর রহিমনের ছেলে সোহেল, লিটন মজুমদারকে মারধর করেছে বলে জানা যায়।
গত বুধবার রাত আনুমানিক ১১.৪৫ ঘটিকার সময় এই ঘটনা ঘটে।
লিটন মজুমদার একজন সাংবাদিক। তিনি বাংলা পত্রিকার বরুড়া উপজেলা প্রতিনিধি।
লিটন মজুমদার দাবি করেন, মারামারির সময় সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত একটি এন্ড্রয়েড মোবাইল ও নরমাল মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে।
উল্লেখ্য, বোরো ধানের জমির উপর দিয়ে বৈদ্যুতিক তার টানা হলে তা থেকে বড় ধরনের যে কোন দূর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কার্যক্রমে বাঁধা প্রদান করায় এই হামলা ঘটে। এছাড়াও এই ঘটনায় জড়িতরা তাকে প্রাণ নাশের ও মেরে ফেলে লাশ গুম করে ফেলার হুমকি ধামকি প্রদান করে। এই বিষয়ে বরুড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এই বিষয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার মজুমদারের সাথে আলাপকালে তিনি জানান, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত আইনত ব্যবস্থা গ্রহন করা হবে।