সকালের কুমিল্লা ডেস্ক।।
কুমিল্লায় অজ্ঞাত গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২২ মার্চ) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার নবগ্রাম রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামের ফঠিক মিয়ার ছেলে ইলিয়াছ ও তার বন্ধু জাহাঙ্গীর।
বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এয়াছিন প্রাধানিয়া।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সোমাবার বিকেলে মোটরসাইকেল যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চৌদ্দগ্রাম বাজারে আসছিলেন ইলিয়াছ ও তার বন্ধু জাহাঙ্গীর। এসময় নবগ্রাম রাস্তার মাথায় পৌঁছার পর পেছন থেকে আসা অজ্ঞাতনামা একটি গাড়ি তাদের চাপা দিলে তারা দুজন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারা মারা যান।