আশিক খান।।
২০২১ সালেই স্থাপিত হয় চর্থা বয়েজ ক্লাব।ক্লাব গঠন হওয়ার পর থেকে নগরীতে বেশ ভূমিকা রেখে যাচ্ছে সংগঠনটি,করোনা মহামারিতে নগরীরতে মাক্স বিতরণ, লিফলেট ও মানুষের বাড়িতে গিয়ে গিয়ে হ্যান মাইকিং এর মাধ্যমে সচেতনতার বাণী শুনিয়েছেন এই ক্লাবটি।চর্থা বয়েজ ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন,কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, বিশেষ উপদেষ্টা করোনা যোদ্ধা ইউসুফ মোল্লা টিপু, মাহাবুব আলম,রাজিউর রহমান রাজিব সহ অন্যনরা।করোনা মহামারির ২য় টেউ মোকাবিলায় আজ চর্থা বয়েজ ক্লাবের একটি জুরুরি সভায় চর্থা বয়েজ ক্লাবের বিশেষ উপদেষ্টা ও ১৩ নং ওয়ার্ড যুবলীগ নেতা মাহাবুব আলম বলেন,আগামীদিনে কুমিল্লায় লকডাউন সংক্রান্ত বিষয়ে মাননীয় এমপি মহোদয় ও জেলাপ্রশাসন কর্তৃক যেকোন পদক্ষেপ গ্রহনে চর্থা বয়েজ ক্লাবের সকল সদস্যরা মাঠে কাজ করতে সদা প্রস্তুত আছেন বলে আশা ব্যক্ত করেন।তিনি আরো বলেন, সমাজের অসহায়, নিপীড়িত ও নির্যাতিত মানুষের পাশে থেকে সবসময় সেবা দিয়ে যাবে চর্থা বয়েজ ক্লাব। মানবিক ও সামাজিক এই সংগঠনের পক্ষ থেকে সকলকে আবারো আগামীকাল থেকে মাক্স ও লিফলেট বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে ক্লাবটি।