সকালের কুমিল্লা ডেস্ক।।
নারায়ণগঞ্জে সোনারগাঁয় উপজেলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল ইসলামকে কেন্দ্র করে ভাংচুর ও লুটপাটের ঘটনার মামলায় উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা জাতীয় পার্টির সভাপতি এবং শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার দুপুরে শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) শেখ তবিদুর রহমান জানান, হেফাজতের সহিংসতার ঘটনায় শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় আসামীর তালিকায় তার নাম না থাকলেও সহিংসতার ঘটনায় জড়িত থাকার তথ্য-প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক এক নারীসহ আবরুদ্ধ হয়। এ ঘটনায় তার সমর্থকরা রয়েল রিসোর্টে, আওয়ামীলীগ অফিস ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরবাড়ি ভাংচুর ও মহাসড়কে অগ্নিসংযোগ করে নাশকতা চলায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২টি ও ক্ষতিগ্রস্তরা বাদী হয়ে ৫টি মামলা দায়ের করেন। এ মামলায় ৪৪৬ জনের নাম উল্লেখ করে ১৮০০ জনকে আসামি করা হয়।