ঢাকাশনিবার , ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের ঢাকা
  4. আজকের রাশিফল
  5. আদর্শ সদর
  6. আমাদের পরিবার
  7. আর্ন্তজাতিক
  8. ইসলামী জীবন
  9. উদ্ভাবন
  10. করোনা
  11. কুমিল্লা
  12. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  13. কুমিল্লা সিটি কর্পোরেশন
  14. খুলনা
  15. খেলাধুলা
আজকের সর্বশেষ সবখবর

দেবীদ্বারে খড়ের পাড়ায় আগুনের পর দূর্বৃত্তরা পুড়ে দিয়েছে বসত ঘরসহ ৩০ লক্ষ টাকার মালামাল

Edited by_Sakib al Helal
মে ৭, ২০২১ ৮:২১ পূর্বাহ্ণ
Link Copied!

এ আর আহমেদ হোসাইন, দেবীদ্বার।।

কুমিল্লা দেবীদ্বার উপজেলা পৌর চাপানগর ৭ নং ওয়ার্ডের হাজারী বাড়ির কেন্দ্রীয় ঈদ গাঁয়ের পূর্ব পার্শ্বে মোঃ গিয়াস উদ্দীনের বাড়িতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

তাৎক্ষনিক ভাবে স্থানীয়রা চেষ্টাকরেও আগুন নিয়ন্ত্রণে আনায় ব্যার্থ হয়। পরে রাত ১১ টা ৫৫ মিনিটে মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে হাজির হয়ে প্রায় ১ ঘন্টা চেস্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ রফিকুল ইসলাম জানান আগুন লাগার ঘটনার খবর পেয়ে আমরা ঘটনা স্থলে হাজির হয়ে একটি ইউনিটের ৮ জন সদস্য নিয়ে ফায়ার ফাইটার মোঃ নূরুে আলম ওই আগুন নিয়ন্ত্রণে আনার অপারেশন’র কাজ শুরু করেন।

তবে আগুন লাগার কারন জানতে চাইলে বাড়ির মালিক মোঃ গিয়াস উদ্দিন বলেন- পূর্ব শত্রুতার জের ধরে তার বাড়িতে কেউ আগুন লাগিয়েছে বলে ফায়ার সার্ভিসের টিম লিডারকে জানান।

ওই আগুন লাগার ঘটনায় ঘরের আলমারীতে রাখা গিয়াস উদ্দিন’র প্রবাসী ছেলে আজিজুর রহমানের নগদ পাচঁ লক্ষ টাকাসহ ২ টি বসত ঘর ও ১ টি ঘোয়াল ঘরের ১ লক্ষ টাকার একটি গরুসহ পরিবারের সকল প্রয়োজনীয় জিনিস পত্র পুড়ে ছাই করে দেওয়া হয়।

ওই দিকে উপজেলা পল্লী বিদ্যুৎর ডিজিএম মৃনাল কান্তি বলেন- আগুন লাগার খবর পেলে ওই বাড়ির বৈদ্যুতিক খুটির লাইনের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয় এবং সাথে-সাথে পল্লী বিদ্যুৎ এর লাইন ম্যান মোঃ ইলিয়াস ঘটনা স্থলে হাজির হন।
এলাকাবাসীর সৃত্রে জানা যায় গত ২৩ -১২-২০২০ ইং তারিখ রোজ বুধবার রাতে আব্দুর রব হাজারীর একটি খড়ের পাড়া এবং ২৫ -১২- ২০২০ ইং তারিখ রোজ শুক্র বার রাতে খলিল হাজারীর একটি খড়ের পাড়ায় দূর্বৃত্তরা আগুন লাগিয়ে পুড়ে দেয়।
প্রশাসনকে ওই বিষয়ে জানালেও তা আমলে আসেনি।তবে বতস ঘর পুড়ে দেওয়ায় ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানকে জানালে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।