সাকিব আল হেলাল।।
কুমিল্লার বরুড়ায় অনলাইনে ভূমি উন্নয়ন কর (জমির খাজনা) প্রদান সংক্রান্ত সংবাদ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মে) বিকাল ৩টায় বরুড়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মীর রাশেদুজ্জামান রাশেদ।
সংবাদ সম্মেলনে ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ এবং রক্তঋণ সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আগামি জুলাই মাস থেকে সরকার জমির খাজনা অনলাইনে গ্রহন করবেন। মানুষের ভোগান্তি কমানোর জন্যই সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়।
অনলাইনে রেজিষ্ট্রেশন করতে হলে খাতিয়ানের কপি, পূর্ববর্তী দাখিলার কপি, জাতীশ পরিচয়পত্র, মোবাইল নাম্বার, এক কপি ও পাসপোর্ট সাইজের ছবি নিয়ে কম্পিউটার দোকানে গিয়ে অনলাইনে land.gov.bd অথবা www.idtex.gov.bd সাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
পরবর্তীতে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অথবা কল সেন্টারের ৩৩৩ বা ১৬১২২-এ ফোন করে এনআইডি নম্বর, জন্মতারিখ এবং জমির তথ্য প্রদান করার মাধ্যমে করা যাবে। এছাড়াও এনআইডি ব্যবহার করে যে কোন ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকেও করা যাবে।