সাকিব আল হেলাল।।
কুমিল্লার বরুড়ার ৩নং উত্তর খোশবাস ইউনিয়নের ধেড়ারপাড় গ্রামে তানজিনা আক্তার(২৫) নামে দুই সন্তানের জননী আত্মহত্যা করেছে।
বুধবার(১৬ জুন) রাত সাড়ে ৯টায় নিজ ঘরের তীরের সাথে ওড়না পেছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।
তানজিনা আক্তার বরুড়া উপজেলার ৩নং উঃ খোশবাস ইউনিয়নের ধেরারপাড় গ্রামের রুহুল আমিনের মেয়ে।
তার স্বামীর বাড়ি বরুড়া পৌরসভাধীন কনামী গ্রামে।
তিনি দুই সন্তানের জননী।তার একটি মেয়ে(৪) ও একটি ছেলে(৪) রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়,বুধবার রাত সাড়ে ৯টায় তানজিনার থাকার ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের লোকজনের সন্ধেহ হয়।তারা দ্রুত দরজা ভেঙ্গে প্রবেশ করে দেখে সে গলায় ফাঁস দিয়ে ঝুঁলে আছে।পরিবারের লোকজন এই দৃশ্য দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসে। পরে প্রতিবেশীরা বরুড়া থানা পুলিশকে ফোন দিলে পুলিশ এসে লাঁশ উদ্ধারের প্রক্রিয়া চালাচ্ছেন।
প্রতিবেশী সূত্রে জানা যায়,বুধবার বিকালে তানজিনার ছেলে মেয়ে নিয়ে তার পিতা রুহুল আমিনের সাথে বাকবিতণ্ডা হয়।এই কারনে পিতার সাথে অভিমান করে সে আত্নহত্যা করে।
এ বিষয়ে বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার বলেন,আমি এই মাত্র সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে ফোর্স পাঠিয়েছি।তারা সুরতহাল তৌরি করে লাঁশ উদ্ধার করে থানায় নিয়ে আসলে বিস্তারিত বলতে পারবো”।