মোঃ মিজানুররহমান মিনু।।
কুমিল্লার চৌদ্দগ্রামে বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে পৌরসভাধিন ৫নং ওয়ার্ড চাঁন্দিশকরা এতিহ্যবাহী মিয়াজী বাড়ী রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মীরু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসাইন পাটোয়ারী এনাম, পৌর যুবলীগ সভাপতি ও প্যানেল মেয়র মো: সাইফুল ইসলাম পাটোয়ারী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও কাউন্সিলর মো: বদিউল আলম পাটোয়ারী, কাউন্সিলর মো: কামাল উদ্দীন, পৌর প্রকোশলী মো: আব্দুল আলীম, যুবলীগ নেতা মো: আক্তার হোসেন মোল্লা রতন, স্থানীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মো: নিজাম উদ্দীন মিয়াজী, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ নেতা মো: মাহমুদুল হাসান জনি সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অপরদিকে একই দিন বিকালে পৌরসভার পূর্ব ধনমুড়ি মোল্লাকোনা এলাকায় মরহুম বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমানের বাড়ীর রাস্তার কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে সন্তোষ প্রকাশ করেন পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। এসময় পৌর কাউন্সিলরবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।